ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা ওয়াটার সম্মেলনে পর্যাপ্ত নিরাপত্তা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ওয়াটার সম্মেলনে পর্যাপ্ত নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা ওয়াটার সম্মেলন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বলয়ের মধ্যে থাকবে। অতীতের আন্তর্জাতিকমানের নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখে এ নিরাপত্তা নেওয়া হয়েছে বলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার পুলিশ সদরদপ্তরে এক সভায় এ বিষয়ে নির্দেশনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘অতীতে অনুষ্ঠিত সব আন্তর্জাতিক ইভেট অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে আয়োজন করা হয়েছে। ঢাকা ওয়াটার সম্মেলন এর ব্যতিক্রম হবে না। সম্মেলনে অংশগ্রহণকারী  অতিথিদের বিমানবন্দরে গমন, হোটেলে অবস্থানকালে এবং সম্মেলন স্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পোশাক ও সাদা পোশাকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি করা হবে।’

আইজিপি বলেন, ‘বিদেশি অতিথিরা যাতে বাংলাদেশ সম্পর্কে ভাল ধারণা নিয়ে যেতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৮ থেকে ৩০ জুলাই হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ২৮টি দেশের প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়