ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টির জমা পানিতে বিদ্যুৎ : স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির জমা পানিতে বিদ্যুৎ : স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইনের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূপুর বেগম (৩৫) নামে এক গৃহবধূর ‍মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জুরাইন একটি দুতলা বাসার নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নূপুর ওই এলাকার সেন্টু মিয়ার স্ত্রী।

মৃত নূপুরের স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবারের টানা বৃষ্টিতে তাদের ঘরে পানি ঢুকে, যা আজও নামেনি। আজ বিকেলে বালতি দিয়ে ঘর থেকে পানি বের ও পরিস্কার করতে যান। পানিতে নেমে এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিমেল নামের নূপুরের এক স্বজন বলেন, ‘এখনো জুরাইনের রাস্তায় পানি জমে আছে। বেশকিছু বাসায় পানি জমে আছে।’ এ ঘটনার পর আশপাশের বাসার লোকজন আতঙ্কে আছেন বলে জানান তিনি।

নূপুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

জুরাইন এলাকার বাসিন্দা পলাশ রাইজিংবিডিকে জানান, ওই এলাকায় বৃষ্টি হলেই গলির পথগুলোতে পানি জমে যায়। টানা দুই দিনের বৃষ্টিতে রাস্তায় যে পানি জমেছিল তা কিছুটা কমেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়