ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ছয় মাসে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৬৭ লাখ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় মাসে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৬৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম ছয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৬৭ লাখ ২৪ হাজার। মোট সংযোগের ৯৩ দশমিক ৬০ শতাংশই হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। এর ফলে জুনের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ।

বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

চলতি বছরের জুন পর্যন্ত সময়ের হিসাবে দেখা যায়, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮৭ লাখে। অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে সংযোগ সংখ্যা এখন উন্নীত হয়েছে ৪৬ লাখ ২২ হাজারে।

দেখা গেছে, নিয়মিতভাবে সেবা গুটিয়ে নিচ্ছে ওয়াইম্যাক অপারেটররা। ধারাবাহিকভাবে কমেছে এই সংযোগের সংখ্যা। জুনের শেষে তাদের কার্যকর সংযোগ গিয়ে ঠেকেছে মাত্র ৭৫ হাজারে।

এদিকে গত ছয় মাসে চারটি মোবাইল ফোন অপারেটর আরো ৯৫ লাখ ৯১ হাজার কার্যকর সিম তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে পেরেছে। ফলে জুনের শেষে দেশের মোট মোবাইল সংযোগ গিয়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৯ লাখে। এর মধ্যে গ্রামীণফোন ৬ কোটি ১৬ লাখ সংযোগ নিয়ে আগের মতোই ১ নম্বরে রয়েছে। তবে এই ছয় মাস তাদের মোটেই ভালো যায়নি। এ সময় তারা মাত্র ৩৬ লাখ ২৫ হাজার সংযোগ পেয়েছে। সম্প্রতি একীভূত হওয়া রবি এবং এয়ারটেল মিলে সবচেয়ে বেশি ৫৭ লাখ ৩৯ হাজার নতুন সংযোগ দিয়েছে। জুনের শেষে তাদের সংযোগ দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখে।

বাংলালিংকও এ সময়ে বেশ ভালো করেছে। তারা এই ছয় মাসে ৫৬ লাখ ৬৪ হাজার সংযোগ দিয়েছে। তাদের মোট সংযোগ দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখে।

অন্য অপারেটরগুলো যখন সংযোগ বাড়াচ্ছে তখন রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক হাঁটছে উল্টো পথে। এই ছয় মাসে তাদের কার্যকর সংযোগ ৩ লাখ ৭৩ হাজার কমে দাঁড়িয়েছে ৩২ লাখ ৬০ হাজারে।




রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়