ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে ফিরেছেন স্পিকার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। স্পিকারকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চের আমন্ত্রণে এ সফরে ৭ থেকে ১১ আগস্ট পর্যন্ত সিপিএ সিঙ্গাপুর ব্রাঞ্চ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং সিঙ্গাপুর পার্লামেন্টের ডেপুটি স্পিকার লি বো চুয়ানের সঙ্গে বৈঠক করেন।

গত ৬ আগস্ট রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর যান ড. শিরীন শারমিন চৌধুরী।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/এম এ রহমান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়