ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে : এলজিআরডি মন্ত্রী

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে : এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার কার্যকরী পদক্ষেপ নেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

শনিবার ফরিদপুর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের উদ্যোগে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ধানের চারা বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সবসময়ই জনসাধারণের পাশে রয়েছে।এক সময় সারের জন্যে মানুষকে জীবন দিতে হয়েছে। এখন সার কৃষকের পেছনে ছুটে। কৃষির অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম মারুফ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ফরিদপুরের ৩৪০টি ভাসমান বীজতলা ও দুই একর ৭০ শতাংশ জমিতে আপদকালীন চারা রোপণ করা হয়েছে। যা একশ’ একর জমিতে রোপণ করা যাবে। যা পর্যায়ক্রমে বিনামূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হবে। মন্ত্রী ১০জন চাষির হাতে ধানের চারা তুলে দেন।



রাইজিংবিডি/ফরিদপুর/১২ আগস্ট ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়