ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৬ আগস্ট পর্যন্ত ঢাকা-দোহা রুটের ফ্লাইট বাতিল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৬ আগস্ট পর্যন্ত ঢাকা-দোহা রুটের ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : হজ ফ্লাইট পরিচালনার জন্য ঢাকা-দোহা রুটের সব ফ্লাইট ২৬ আগস্ট পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ বিমান। এ সময়ের মধ্যে ঢাকা-লন্ডন রুটের চারটি ফ্লাইট কমিয়ে তিনটি করা হয়েছে।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমানের এসব ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় হজযাত্রী পৌঁছানোর কাজে ব্যবহার করা হবে।

তিনি জানান, যাত্রীসংকটের কারণে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নেওয়ার জন্য বিমান এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ২৬ আগস্ট পর্যন্ত হজযাত্রী পৌঁছানোর কাজে ব্যবহার হবে এ ফ্লাইটগুলো।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন চলবে আরো ১৫ দিন। আজ সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসে ৫৯ হাজার ১২২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। বাকি আছেন ৬৮ হাজার ৭৬ জন। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ও আগামীকাল ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমানের পাঁচটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রীসংকটের কারণে এখন পর্যন্ত বিমানের ২১টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

হজ অফিস সূত্রে জানা যায়, এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ২৪ জুলাই থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়, চলবে ২৮ আগস্ট পর্যন্ত।

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর। শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে ১ সেপ্টেম্বর।




রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়