ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জন্মাষ্টমীতে রাজধানীতে গাড়ি চলাচলের রুট

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মাষ্টমীতে রাজধানীতে গাড়ি চলাচলের রুট

নিজস্ব প্রতিবেদক : সোমবার শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে প্রধান শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালীন যানজট কমাতে ওই এলাকায় চলাচলরত গাড়িগুলোকে দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।|

শুভাযাত্রার রুট : শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী ক্রসিং-এসএম হলের সামনে দিয়ে-জগন্নাথ হল ক্রসিং বামে মোড়-বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার-রোমানা চত্ত্বর-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট ক্রসিং ডানে মোড়-সরকারী কর্মচারী হাসপাতাল ক্রসিং বামে মোড়-ফনিক্স রোড (পুলিশ সদরদপ্তর)-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান ক্রসিং ডানে মোড়-কাপ্তান বাজার ক্রসিং-নবাবপুর রোড-রথখোলা মোড় ক্রসিং-রায়সাহেব বাজার ক্রসিং-বাহাদুর শাহ্ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) পর্যন্ত।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়