ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাসের নামে ভুলে জুলাইয়ের বেতন পাননি এমপিওভুক্তরা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাসের নামে ভুলে জুলাইয়ের বেতন পাননি এমপিওভুক্তরা

নিজস্ব প্রতিবেদক : মাসের নাম ভুল হওয়ায় জুলাই মাসের বেতন আটকে গেছে কয়েক হাজার এমপিওভুক্ত (মানথলি পে-অর্ডার) শিক্ষক-কর্মচারীর। কর্তৃপক্ষের ভুলে বেতন তুলতে না পেরে বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ বিভাগের পরিচালক সফিক আহমেদ সিদ্দিক বলেন, ভুল সংশোধন করে নতুনভাবে ব্যাংকে চেক জমা দেওয়া হবে। প্রিন্টিং মিসটেকের কারণে মাসের নাম ভুল হয়ে গেছে। অভিযোগ আসার পর আমরা নতুন করে চেক প্রদানের প্রস্তুতি নিচ্ছি।

জানা যায়, চলতি বছর জুলাই মাসের এমপিও শিটে মে উল্লেখ করা হয়। এতে বেতন আটকে গেছে টাঙ্গাইল, চট্টগ্রাম, গাজীপুরসহ কয়েকটি জেলার কয়েক শত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর।

১৩ আগস্ট জুলাই মাসের বেতন-ভাতা তোলার শেষ দিন হলেও ১৬ তারিখ পর্যন্ত বেতন তুলতে পারেননি ভুক্তভোগীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে পাঠানো এমপিও শিটে ১ আগস্ট স্বাক্ষর করেছেন অধিদপ্তরের তিন উপ-পরিচালক ও সহকারী পরিচালক। কিন্তু শিটে লেখা ‘মে- ২০১৭’।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়