ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ ভালো চ্যালেঞ্জ জানাবে : স্মিথ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ভালো চ্যালেঞ্জ জানাবে : স্মিথ

স্টিভ স্মিথ

ক্রীড়া ডেস্ক : শুক্রবার সকালে ডারউইন থেকে বাংলাদেশের বিমান ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিঙ্গাপুরে হয়ে রাতে ঢাকা পৌঁছবে অস্ট্রেলিয়া। ১১ বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশ আসছে টেস্ট খেলতে। দুই দলের মধ্যেই চমৎকার একটি মিল রয়েছে। দুই দলের বর্তমান ক্রিকেটাররা কেউই কখনো একে অপরের বিপক্ষে টেস্ট খেলেননি!  রঙিন পোশাকে সাকিব-মুশফিকদের সঙ্গে ওয়ার্নার-স্মিথদের সাক্ষাৎ হলেও এবারই প্রথম সাদা পোশাকে মুখোমুখি হবেন তারা।

দুই দলের সবশেষ টেস্ট হয়েছিল ২০০৬ সালে, বাংলাদেশের মাটিতে। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি।  দীর্ঘ ১১ বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়া রয়েছে তাদের পূর্বের অবস্থানেই। টেস্ট র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে তারা। তবে বাংলাদেশের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে।  র‍্যাঙ্কিংয়ের উন্নতি না হলেও বাংলাদেশ এখন ক্রিকেটের অন্যতম পরাশক্তি দলের একটি। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশ হট ফেবারিট। রঙিন পোশাকের পর সাদা পোশাকে দেশে এবং দেশের বাইরে সাফল্য পাওয়ায় মুশফিক-সাকিবদের পারফরম্যান্স এখন বিশ্বজুড়ে চর্চিত। পূর্বের মতো বাংলাদেশকে হালকাভাবে নেয় না কোনো দল।

অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভ স্মিথও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না কোনোভাবে। বিমানে ওঠার আগে গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বলেছেন, ‘তারা তাদের নিজস্ব কন্ডিশনে খুবই ভালো দল। তারা নিশ্চিতভাবেই আমাদেরকে ভালো চ্যালেঞ্জ জানাবে।’

উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট দলটির রেকর্ড ভালো নয়। গত বছর শ্রীলঙ্কা সফরে  ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর ভারতের মাটিতে চলতি বছর ৩-১ ব্যবধানে সিরিজ হারে তারা। স্মিথ উপমহাদেশের রেকর্ড ভালো করতে চান এ সফর দিয়ে। স্পষ্ট করে না হলেও অসি অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন এভাবে, ‘আমরা একইরকম কন্ডিশনে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য বড় একটি সুযোগ। ভারত সফর থেকে আমরা কী শিখলাম, সেটাও দেখা যাবে। আশা করছি, ছেলেরা ভালো কিছুই শিখতে পারবে। এ সফর থেকে ইতিবাচক সাফল্য পাওয়ার সামর্থ্য আমাদের রয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়