ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যাত্রী সঙ্কটে আরো একটি হজ ফ্লাইট বাতিল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যাত্রী সঙ্কটে আরো একটি হজ ফ্লাইট বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : হজযাত্রী সঙ্কটের কারণে আরো একটি ফ্লাইট বাতিলসহ আরেকটি পিছিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫০৭৫ ফ্লাইটটি বাতিল করা হয়। তাছাড়া বেলা ১১টা ৫৫ মিনিটের বিজি-৭০৭৫ ফ্লাইটটি পিছিয়ে ২১ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিটে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, যাত্রী সঙ্কটের কারণে একটি হজ ফ্লাইট বাতিল ও আরেকটি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রতিদিনিই হজযাত্রী সঙ্কটের কারণে নিয়মিত হজ ফ্লাইট বাতিল ও পিছিয়ে দিতে হচ্ছে। হজ এজেন্সিগুলো হজযাত্রীদের যথাসময়ে ভিসা জমা না দেওয়ায় এবং হজযাত্রী না পাঠানোর কারণে নিয়মিত হজ ফ্লাইট বাতিল করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৫১ হাজার হজযাত্রী বাংলাদেশে রয়ে গেছে। হজযাত্রী পরিবহনের আর সময় আছে মাত্র ১০ দিন। এ সময়ের মধ্যে ভিসা সমস্যাসহ সব সঙ্কট কাটিয়ে এত বিপুল সংখ্যক হজযাত্রী জেদ্দায় পৌঁছাতে পারবেন কিনা শঙ্কা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) ও ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস। শেষ মুহূর্তে হজ পালনের জন্য সবাইকে জেদ্দায় পাঠাতে পারবে বলেও আশাবাদী সরকার।

গত ২১ দিনে বিমান ও সৌদি এয়ারলাইন্সের এ পর্যন্ত মোট ৩১টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়