ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার

সচিবালয় প্রতিবেদক : ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ না হলে ঘরমুখী জনগণকে স্বস্তি দিতে পারব। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারব। তবে বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুবই চ্যালেঞ্জিং হবে।’ 

তিনি আরো বলেন, ‘বন্যায় ২৩টি পয়েন্ট পানিতে ডুবে গিয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮টি পয়েন্ট।  আর বৃষ্টি না হলে এ পয়েন্টগুলো দ্রুত মেরামত করা হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/ নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়