ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিআরটিসির নতুন চেয়ারম‌্যান ফরিদ আহমেদ ভূঁইয়া

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিআরটিসির নতুন চেয়ারম‌্যান ফরিদ আহমেদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাক্তন মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফরিদ আহমেদ ভূঁইয়াকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম‌্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রোববার তিনি বিআরটিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। বিআরটিসির একটি সূত্র বিষয়টি রাইজিংবিডিকে জানিয়েছেন।

ফরিদ আহমেদ ভূঁইয়া ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে  সহকারী কমিশনার ও ম্যজিস্ট্রেট পদে চাকরিজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, একাধিক সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে উপসচিব পদে কর্মরত ছিলেন। ২০০৬ সালে তিনি উপসচিব, ২০১৩ সালে যুগ্ম সচিব এবং ২০১৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়