ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দ্রুত রায় কার্যকর চান বিউটি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত রায় কার্যকর চান বিউটি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর চান নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

মঙ্গলবার রায় ঘোষণার পর সেলিনা ইসলাম বিউটি গণমাধ্যমকে বলেন, ‘আসামিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় আমরা রায়ে সন্তুষ্ট। আপিল বিভাগেও এ রায় বহাল থাকবে আশা করি। এই খুনিদের রায় দ্রুত কার্যকরের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হবে। দ্রুত রায় কার্যকর হবে এই প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘দেশের জনগণ, ও গণমাধ্যম এই হত্যাকাণ্ডের  বিরুদ্ধে শুরু থেকেই পাশে ছিলেন। তাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীতেও গণমাধ্যমকর্মীরা আমার পাশে থাকবেন বলে আশা করছি।’

মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়