ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে সংলাপের মধ্যে ‍দিয়ে এ প্রক্রিয়া শুরু হলো।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপে মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্তদের ত্রাণ দেওয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেননি দলটির নেতারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর  মধ্যে থেকে নিবন্ধন নম্বরের ঊর্ধ্বক্রম অনুসারে প্রতিদিন দুটি দলের সঙ্গে সংলাপ করার পরিকল্পনা নিয়ে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১১টায় বিএনএফ এবং বিকেল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়। সে হিসেবে দল দুটিকে আমন্ত্রণও জানানো হয়। তবে বন্যার্তদের ত্রাণ দেওয়ার কথা বলে বৃহস্পতিবার সংলাপে আসতে পারবে না বলে ইসিকে চিঠি দিয়ে জানায় বিএনএফ।

 



রাইজিংবিডি/ ঢাকা/২৪ আগস্ট ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়