ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গতবছরের তুলনায় এডিপি দুই শতাংশ বেড়েছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গতবছরের তুলনায় এডিপি দুই শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : এডিপি বাস্তবায়নের অগ্রগতি গত বছরের তুলনায় এবার আরো বেশী এগিয়ে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত বছর এ সময়ে বাস্তবায়নের অগ্রগতি ছিল ৪ শতাংশ এবং এ বছর অগ্রগতি ৬ শতাংশ।

রোববার বিকেলে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৬টি মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা জানান।

মুস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ স্বত্ত্বেও বাংলাদেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে ভাল অবস্থানে আছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় করা হবে এবং সচিবসহ আরো সদস্য নিয়ে কমিটি করে প্রকল্পের অগ্রগতি পর্যবক্ষণ করা হবে। যথাযথভাবে ঠিকাদারি কোম্পানিকে তদারকি ও তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের মতো করে বাংলাদেশ গড়তে শুরু করেছিলেন। আর সেই কাজ অব্যাহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সৃষ্টি করেছেন উন্নয়নের সোনালী দিন। সারা বিশ্বে আর্থিক মন্দা থাকা স্বত্বেও বাংলাদেশ ক্রমাগতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের সভায় মন্ত্রণালয়গুলো আশ্বস্ত করেছে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে যেতে পারবো। মাঝে মাঝে আলোচনা করা হবে, আলোচনা করলে অগ্রগতি পর্যবেক্ষণ তরান্বিত হবে।’

এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি ‘দ্য ইকোনোমিস্ট’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের এডিপি পাকিস্তানের চেয়ে বেশী এ বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সময় তিনি পেয়েছিলেন ভঙ্গুর আর বিধ্বস্ত একটি দেশ। এখন আমাদের সুবর্ন সময় এবং গৌরবের সময়। বঙ্গবন্ধুর সোনার বাংলা অবশ্যই আমরা দেখতে পারব।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়