ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজুকে নিয়ে জাজের নতুন সিনেমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজুকে নিয়ে জাজের নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘অনেক দামে কেনা’, ‘নিয়তি’সহ মোট ছয়টি সিনেমা নির্মাণ করেন তিনি। এবার ‘ফায়ার উইথইন’ নামে নতুন সিনেমার মাধ্যমে এ প্রযোজনা প্রতিষ্ঠানের সপ্তম সিনেমায় নাম লেখালেন তিনি।

জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন তা এখনই বলতে চান না বলে রাইজিংবিডিকে জানান এ নির্মাতা।
 

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির গল্প ভাবনা আমার মাথায় প্রথম আসে। এরপর এ বিষয়ে রাজু ভাইয়ের সঙ্গে আলাপ করি। তিনিও কাজটি করতে আগ্রহ প্রকাশ করেন। এটা একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছি।’

 

জাকির হোসেন রাজু রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির গল্প নিয়ে প্রথম আইডিয়া দেন আজিজ ভাই। এর পর তিনি আমাকে বললেন, এই বিষয়ের উপর সিনেমা নির্মাণ করা যায় কি না। আমি বলেছি- যাবে। এর পর জহির বাবুকে নিয়ে বসে আমরা লাইন আপ তৈরি করেছি। তিনি এখন এর চিত্রনাট্য লিখছেন।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটির গল্প সর্ম্পূণ ভিন্ন। এ ধরনের গল্প নিয়ে এর আগে আমাদের দেশে সিনেমা নির্মাণ হয়নি বলে মনে করছি। এটি আন্তর্জাতিক মানের একটি সিনেমা হবে।’

পাত্র-পাত্রী কোন দেশের এবং কারা থাকছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাত্র-পাত্রী কে থাকছেন তা এখই বলতে পারছি না। আমরা চাচ্ছি, দেশের শিল্পীদের নিয়ে সিনেমাটি নির্মাণ করতে। এরপরও খুঁজে না পেলে বিদেশ থেকে নেব। কয়েক দিন পর এ বিষয় সঠিক তথ্য জানাতে পারব।’

ইরেজি নাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফায়ার উইথইন’ এ সিনেমার টাইটেল। এর বাংলা নাম থাকবে। সেটা এখনই জানাতে চাচ্ছি না।’

 

ছয় মাস প্রি-প্রোডাকশনের কাজ শেষে তিন মাস সিনেমাটির শুটিং হবে। খুব তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন রাজু।

‘জীবন সংসার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মা আমার স্বর্গ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন জাকির হোসেন রাজু।



রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়