ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৃত্যুর সঙ্গে লড়ে পরাজিত অগ্নিদগ্ধ রেখা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃত্যুর সঙ্গে লড়ে পরাজিত অগ্নিদগ্ধ রেখা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : স্বামীর পরকীয়ার বলি হতে হলো স্ত্রী রেখা বেগমকে। স্বামীর প্রেমিকা ও নিজের বান্ধবীর দেওয়া আগুনে পুড়ে রাজশাহীর গৃহবধূ রেখা বেগম অবশেষে মারা গেলেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার দুপুর থেকে তার অবস্থার অবনতি হয়। শ্বাস-প্রশ্বাসের কষ্ট বেড়ে যাওয়ায় বিকেল থেকে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। সোমবার দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, রেখা নিজেই তার নাকে লাগানো অক্সিজেনের পাইপ খুলে ফেলছিলেন। তার শ্বাস ছিল তখন ঊর্ধ্বমুখী। অস্পষ্ট স্বরে রেখা এ সময় ব্যথার ইনজেকশন প্রয়োগের জন্য স্বজনদের বলছিলেন।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. আফরোজা নাজনীন জানান, পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় রেখার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরাজিত হলেন তিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকায় রেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান এক নারী। এরপর রেখাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেখা এ ঘটনার জন্য বাল্যকালের বান্ধবী ফেরদৌসী খাতুনকে দায়ী করে তার নাম বলেন।

রেখার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ ফেরদৌসী খাতুনকে আটক করে। তিনি নগরীর কশাইপাড়া এলাকার আলম হোসেনের মেয়ে। রেখার বাল্যকালের বান্ধবী ফেরদৌসী। এরই সুবাদে রেখার স্বামী কামরুল হুদার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ফেরদৌসী। মৃত্যুর আগে দুই সন্তানের মা রেখা বেগম পুলিশকে এমন কথা বলেছেন।

আগুন দেওয়ার ঘটনায় রেখা বেগমের বড় ভাই নওশাদ আলী বাদী হয়ে  রাতেই স্বামী কামরুল হুদা ও বান্ধবী ফেরদৌসীকে আসামি করে মামলা দায়ের করেন। পর দিন রেখাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তখন আদালতে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শনিবার রেখার স্বামী কামরুল হুদা গ্রেপ্তার হন। তিনি এখন কারাগারে। কামরুলের রিমান্ডের আবেদন করেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা জানান, সোমবার আদালত ফেরদৌসীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানায় এনে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। রেখার শরীরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলা এখন হত্যা মামলায় রূপান্তর হবে বলেও জানিয়েছেন তিনি।



রাইজিংবিডি/রাজশাহী/১১ সেপ্টেম্বর, ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়