ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ সিরিজে তিন ফরম্যাটের অধিনায়ক ডু প্লেসি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ সিরিজে তিন ফরম্যাটের অধিনায়ক ডু প্লেসি

ক্রীড়া ডেস্ক : দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলতে ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশি ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটে বাংলাদেশের তিন অধিনায়ক!

দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। এছাড়া মুশফিকুর রহিম টেস্টে, ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে। সফরকারী দলের তিন অধিনায়ক থাকলেও স্বাগতিক দলের অধিনায়ক একজন। ফাফ ডু প্লেসির কাঁধে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব দেওয়া হয়েছে। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন ডু প্লেসি।

টেস্ট ও টি-টোয়েন্টিতে আগেই অধিনায়ক ছিলেন ডু প্লেসি। ২০১৩ থেকে প্রোটিয়াদের টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছেন ডু প্লেসি। গত বছরের আগস্টে সাদা পোশাকের দায়িত্ব বুঝে নেন। এবার পেলেন ৫০ ওভারের ক্রিকেটের দায়িত্ব। এবি ডি ভিলিয়ার্স দায়িত্ব ছাড়ায় তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ডু প্লেসিকে। ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ৯টি ওয়ানডেতে ডু প্লেসি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন।

গ্রায়েম স্মিথ অবসরে যাওয়ার পর তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে আসছে।  ডু প্লেসির হাত ধরে আবারও ‘এক অধিনায়ক’ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে প্রোটিয়ারা।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন /টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়