ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখ রেহানার জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে না

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ রেহানার জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির কারণে দেশে কয়েক লাখ রোহিঙ্গা চলে এসেছে। এদের এখনো কোনো ব্যবস্থা করা যায়নি। তারা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আজ শেখ রেহানার ৬৩তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। 

বুধবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি বলেন, মানবতার বিবেচনায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন আমরা করতে পারছি না। 

প্রধানমন্ত্রী আরো বলেন, তবে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে খাবার-দাবার দেশের বিভিন্ন এতিমখানায় দেওয়া হবে। 

উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা জন্মগ্রহণ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/হাসিবুল/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়