ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাবেক ভিসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক ভিসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহীত উল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুরুল বাকী খান ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে ৫ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।   

বুধবার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোজাখ্খির হোসাইন জাকির আদালত মামলা শুনানির জন্য গ্রহণ করেছেন বলে জানান।

মামলার বিবরণে জানা যায়, অধ্যাপক ড. মোহীত উল আলম ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে ২০১৭ সালের ১০ আগস্ট পর্যন্ত ভিসির দায়িত্ব পালনকালে বিভিন্ন খাত এবং নিয়োগ বাণিজ্য থেকে এ পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



রাইজিংবিডি/ময়মনসিংহ/১৩ সেপ্টেম্বর ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়