ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রোহিঙ্গা সংকটে টিভিগুলো প্রশংসনীয় ভূমিকা রেখেছে’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা সংকটে টিভিগুলো প্রশংসনীয় ভূমিকা রেখেছে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে টেলিভিশনগুলো অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে অ্যাসোসিয়েশন অব লিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে টেলিভিশনগুলো অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাই রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধান নিয়ে পরামর্শ ও করণীয় সে বিষয়ে অবহিত করার জন্য টেলিভিশন চ্যানেল মালিকদের ডেকেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত, সে দেশের নাগরিকত্ব ও পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মানবতাবিরোধীদের বিচার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কূটনৈতিক তৎপরতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির উদ্যোগ এবং গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। দ্বিপক্ষীয় কোনো সমাধান নয়; বাংলাদেশ, মিয়ানমার এবং আন্তর্জাতিক এই ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন করতে হবে।’

তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘দুটো কারণে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। দুটি কারণের একটি হচ্ছে কূটনৈতিক এবং অপরটি গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম প্রথম দিন থেকে যে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তাতে বিষয়টি আন্তর্জাতিক বিবেককে নাড়া দিয়ে গেছে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘প্রত্যেক রোহিঙ্গা ফেরত যাবে, তাদেরকে নাগরিকত্বও দিতে হবে। ফেরতও যাবে মর্যাদাও দিতে হবে, ফেরতও যাবে ক্ষতিপূরণও দিতে হবে। উদ্বাস্তু হয়ে এসেছে একটা ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে। পুনর্বাসনের টাকাটা তাদের সরকারকে দিতে হবে।’

রোহিঙ্গাদের ফেরত নেওয়া, নাগরিকত্ব দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করার প্রচার গণমাধ্যমে করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য খাবারের ব্যবস্থা করা ছাড়াও স্বাস্থ্যসেবা, অন্তঃসত্বা নারীর ব্যবস্থা, পানির জন্য চারটি প্ল্যান্ট স্থাপন, ১৬ হাজার পায়খানার ব্যবস্থা করেছেন। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত গণমাধ্যমের নজরদারি রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।’

মতবিনিময়কালে তথ্য সচিব মুর্তজা আহমেদ, দীপ্ত টিভির চেয়ারম্যান কাজী জাহিদুল হাসান, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও চ্যানেল আই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব সাহা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/হাসান মাহামুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়