ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাতকড়া পরা হত্যা মামলার আসামির পলায়ন

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতকড়া পরা হত্যা মামলার আসামির পলায়ন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।

আজ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে কার্যক্রম চলাকালে আসামি পালিয়ে যায়। পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন।

সদর উপজেলার আগুনপুর গ্রামে স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি আমজাদ হোসেন। মঙ্গলবার তার মামলার দিন ছিল। আজ বুধবার তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গনি জানান, আমজাদ হোসেন ২০১৬ সালের ১৮ অক্টোবর থেকে হত্যা মামলায় কারাগারে ছিলেন।  গ্রেপ্তার হওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি জানান, আগামী ২২ অক্টোবর হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে। এ মামলার ধার্য দিন ছিল গতকাল মঙ্গলবার। কী কারণে তাকে বুধবার আদালতে আনা হলো তা তার জানা নেই।

কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো এবং তার পলায়ন সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারের সুপার হাফিজুর রহমান বলেন ‘এমনটি হওয়ার কথা নয়। তবে প্রকৃত ঘটনা কী তা তদন্ত করে বের করা হবে।’ তিনি বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন।

আদালত থেকে আসামি পলায়নের ঘটনা স্বীকার করেছেন কোর্ট জিআরও  পুলিশ পরিদর্শক আশরাফুল বারী। তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২০ সেপ্টেম্বর ২০১৭/এম শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়