ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘানায় জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৭

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘানায় জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ ঘানার একটি জ্বালানি ডিপোতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। শনিবার রাজধানী আক্রার উত্তর-পূর্বে অ্যাটমিক জাংশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

উপতথ্যমন্ত্রী কজো অপং এনক্রমাহ একটি স্থানীয় রেডিও চ্যানেলকে বলেছেন, ‘ দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা তাদের সংখ্যা নিরুপনের চেষ্টা করছি।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জিওআইএলের তরল প্রাকৃতিক গ্যাসের ওই পেট্রোল স্টেশনে বিস্ফোরণের মাত্রা এতোটা তীব্র ছিল যে আকাশে আগুনের কুণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাজধানীর ব্যস্ততম এলাকায় এই বিস্ফোরণের কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৫ সালের জুনে আক্রার ব্যস্ততম এলাকার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়