ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ছয়ে শ্রীলঙ্কা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে হারিয়ে ছয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে  এগিয়ে এসেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে সাতে ঠেলে দিয়ে র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে লঙ্কানরা।

দুবাইয়ে দিবা-রাত্রির টেস্টে আজ মঙ্গলবার পাকিস্তানকে ৬৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০তে। দারুণ এই সিরিজ জয়ে পাকিস্তানকে সাতে নামিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে এলো শ্রীলঙ্কা।

আরব আমিরাতে দুই ম্যাচ টেস্টে জিতে ৪ পয়েন্টের উন্নতিতে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়িয়েছে ৯৪ এ। সিরিজ শুরুর আগে ৯৩ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে ছিল পাকিস্তান। সিরিজ হারে ৫ পয়েন্ট খুঁইয়ে সাতে নেমে গেছে পাকিস্তান। অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন পাকিস্তানের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১৩তে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্টে সিরিজ জিতে এক পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা দলটির পয়েন্ট ১১১। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ হারের হারের ফলে দুই পয়েন্ট হারিয়ে ৭২ পয়েন্টে নবম অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১২৫।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়