ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগ।

বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই প্রতিপাদ্য নিয়ে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে লেকচার থিয়েটার ভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক ড. দিলারা জাহিদ, সহকারী অধ্যাপক মো. খালিদ হাসান, দুর্যোগ ফোরামের নির্বাহী পরিচালক গওহর নঈম ওয়ারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়