ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র হচ্ছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র হচ্ছে

সচিবালয় প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’-এর ওপর নির্মিতব্য চলচ্চিত্রের খসড়া স্ক্রিপ্টের বিষয়ে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষণা দলের সদস্য আ ক ম রইসুল হক বাহার, চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং নৌ-কমান্ডো সাজেদুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

নৌপরিবহণ মন্ত্রী চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর সংগ্রাম, পরিকল্পনা ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, নৌ-কমান্ডোদের সাহসী ভূমিকার কথা সুন্দরভাবে তুলে ধরতে আহ্বান জানান।

বাঙালি জাতি ও বিশ্ববাসী এ চলচ্চিত্রটি দেখে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে বিষয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭১-এর সংঘবদ্ধ যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে ‘অপারেশন জ্যাকপট’-এর ওপর এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন গিয়াসউদ্দিন সেলিম।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়