ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ ‘এ' দলে নাদিফ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ ‘এ' দলে নাদিফ

বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন নাদিফ চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাদিফ চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে চলমান একমাত্র আনঅফিসিয়াল টেস্টেও স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন শান্ত।

সেই দলের বেশিরভাগ খেলোয়াড় ওয়ানডে দলেও আছেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে দেশে ফেরা পেসার শুভাশিস রায় ডাক পেয়েছেন ‘এ’ দলে। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা আরেক পেসার আবুল হাসান রাজুও আছেন দলে।

দলে সবচেয়ে বড় চমকের নাম অবশ্যই নাদিফ। ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যান এবারের ওয়ালটন ১৯তম জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে ব্যাটিংয়ের সুযোগ পাননি বৃষ্টির কারণে। তৃতীয় রাউন্ডে ব্যাটিংয়ে নেমেই করেন সেঞ্চুরি। চট্টগ্রামে ঢাকার হয়ে খুলনার বিপক্ষে খেলেন ১৬৬ রানের দারুণ ইনিংস। পরের ম্যাচে এক ইনিংস ব্যাটিং পেয়ে করেন শূন্য। ২০০৬ থেকে ২০০৭ সালে জাতীয় দলের হয়ে তিনি তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ হবে ১৯ অক্টোবর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, তানভীর হায়দার খান, আবুল হাসান রাজু, শুভাশিস রায়, ইমরান আলী এনাম, মেহেদী হাসান, নাদিফ চৌধুরী ও আবু হায়দার রনি।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়