ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নর্দমায় পড়া শিশু পাঁচ ঘণ্টা পরও উদ্ধার হয়নি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্দমায় পড়া শিশু পাঁচ ঘণ্টা পরও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক : পাঁচ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ঢাকার মুগদা থানার মাণ্ডা এলাকায় নর্দমায় পড়ে যাওয়া তিন বছরের শিশু।

রোববার বিকেল ৫টার দিকে ওই শিশু খেলা করার সময় পানিতে পড়ে যায় এবং মুহূর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন।

রাত পৌনে ১০টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, এখনো পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি। উদ্ধারে কাজ চলছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানিয়েছিলেন, মাণ্ডার এ খালে আশপাশের বাসা-বাড়ির ব্যবহার করা নোংরা পানি নেমে আসে। খাল হলেও এটি স্যুয়ারেজ লাইনের মতো। এখানো ওই শিশুর পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন :



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়