ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনে একশ করে রোহিঙ্গা নিলে লাগবে ৩০ বছর

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনে একশ করে রোহিঙ্গা নিলে লাগবে ৩০ বছর

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন,  মিয়ানমার যদি দিনে ১০০ জন করে রোহিঙ্গা ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা আছে তাদের ফিরিয়ে নিতে অন্তত ৩০ বছর সময় লাগবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটি এ সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গাবিষয়ক মন্ত্রী একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, প্রতিদিন তারা ১০০ রোহিঙ্গা ফিরিয়ে নেবেন। আমি হিসাব করে দেখিছি, যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এইভাবে তাদের নিতে গেলে প্রায় ৩০ বছর সময় লাগবে।

তিনি বলেন, আমি আন্তর্জাতিক বিশ্বে দাবি জানায়, এই সব আদ্ভুত চিন্তা বাদ দিয়ে মিয়ানমারকে বলুন দ্রুত সময়ের মধ্যে যেন তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়।

অপরদিকে ইসির সঙ্গে বিএনপি সংলাপ করায় তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান ইসিকে গ্রহণ করে তারা সংলাপে অংশগ্রহণ করেছে। আলোচনা শেষে দলটির নেতারা খোশমেজাজে ছিলেন। যদিও বিএনপি কিছু দিন আগেও ইসি ও সিইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। আমরা চাই বিএনপির এই খোশমেজাজ নির্বাচন পর্যন্ত থাকুক এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার জাকির আহম্মদ ও এম এ করিম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়