ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘হার্ডওয়্যার খাতের বড় অংশ দখল করেছে ওয়ালটন’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হার্ডওয়্যার খাতের বড় অংশ দখল করেছে ওয়ালটন’

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশ আজ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় একের পর এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি এক্সপো ২০১৭ এর উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশের হার্ডওয়্যার খাতের বড় একটি অংশ দখল করেছে ওয়ালটনের মতো খ্যাতনামা প্রতিষ্ঠান। তাদের দেখাদেখি সামস্যাং, এলজিও দেশে প্ল্যান্ট খুলতে বাধ্য হচ্ছে। এটা দেশের জন্য অবশ্যই ইতিবাচক দিক।

তিনি আরো বলেন, হার্ডওয়্যার খাতে সক্ষমতা বাড়াতে এই আইসিটি এক্সপোর আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস ২০২১ সালের মধ্যেই হার্ডওয়্যার রপ্তানি করবে বাংলাদেশ।

আইসিটি এক্সপোর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়