ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফাদার রিগনের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাদার রিগনের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আজ শনিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়ার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে ফাদার রিগন অসাধারণ ভূমিকা রেখেছিলেন।

এ সময় তিনি এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফাদার মারিনো রিগনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ইসমাত আরা সাদেক তার আত্মার শান্তি কামনা করেন। 

ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে বাংলাদেশে আসেন তিনি। ৬০ বছরেরও বেশি সময় তিনি বাংলাদেশে ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। এ ছাড়া নানা অবদানের জন্য তাকে বাংলাদেশের নাগরিকত্বও দেওয়া হয়।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়