ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিশরে গেলেন বিএসএমএমইউর উপাচার্য

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশরে গেলেন বিএসএমএমইউর উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : মার্ক আফ্রিকা লিউমিন্যারিতে প্যানেলিস্ট হিসেবে যোগ দিতে মিশরে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ।

রোববার দিবাগত রাত পৌনে ৪টায় কুয়েত এয়ারওয়েজের কেইউ ২৮৪ বিমানযোগে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আগামীকাল ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০১৭ইং পর্যন্ত কায়রোতে দ্য ফোর্থ এডিশন অফ মার্ক আফ্রিকা লিউমিন্যারি এবং এশিয়া অ্যাডভাইজরি বোর্ডের সভা হবে।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান মার্ক আফ্রিকা লিউমিন্যারিতে প্যানেলিস্ট হিসেবে যোগদান করার পাশাপাশি এশিয়া অ্যাডভাইজরি বোর্ডের সভাতেও অংশ নেবেন। তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন।

উপাচর্য বিদেশে অবস্থানকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সাবেক আইপিজিএম অ্যান্ড আর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক দেশের প্রখ্যাত অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টি এ চৌধুরীও মার্ক আফ্রিকা লিউমিন্যারিতে যোগ দেবেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়