ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতে হাইকমিশনার মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ ‍বৃদ্ধি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে হাইকমিশনার মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ ‍বৃদ্ধি

সচিবালয় প্রতিবেদক : ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় মোয়াজ্জেম আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২১ অক্টোবর বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাক্তন পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন বছরের চুক্তিতে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। পরে আলাদা আদেশে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর মেয়াদ আরো ৩ বছর বাড়িয়েছে সরকার।

আদেশে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী তার পারিশ্রমিক, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত চট্টগ্রাম ওয়াসা বোর্ড নির্ধারণ করবে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়