ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হিলারিকে ভোট দিয়েছিলেন বুশ সিনিয়র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলারিকে ভোট দিয়েছিলেন বুশ সিনিয়র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নয় বরং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছিলেন। একইসঙ্গে তিনি ট্রাম্পকে অবজ্ঞার সূরে ‘দাম্ভিক’ বলেও মন্তব্য করেছেন।

দ্য লাস্ট রিপাবলিকান’- নামের সদ্য প্রকাশিত একটি বইয়ে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ডব্লিউ বুশ সেসময় লেখককে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘ভয় হয়, আমিই বোধহয় শেষ রিপাবলিকান প্রেসিডেন্ট।’

আর ট্রাম্প সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বুশ জুনিয়র বলেছিলেন, ‘প্রেসিডেন্ট মানে কী এই লোকটি জানে না।’

১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা বুশ সিনিয়র ট্রাম্প সম্পর্কে বলেছিলেন, ‘আমার তাকে পছন্দ হয় না। তার সম্বন্ধে খুব বেশি কিছু জানিওনা, তবে যতটুকু বুঝি তিনি (ট্রাম্প) দাম্ভিক। তার নেতা হওয়া নিয়ে আমার উচ্ছ্বাস নেই।’

বইটির লেখক মার্ক আপডিগ্রোভকে তিনি বলেছেন, তার কাছে মনে হয় স্রেফ ঈর্ষার কারণে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

লেখককে দেওয়া পৃথক সাক্ষাৎকারে বুশ জুনিয়র বলেছেন, ‘প্রেসিডেন্ট মানে কী এটা ট্রাম্প জানেন না। আপনি হয় ক্রোধকে উস্কে দিতে পারেন অথবা নতুন ধারণা নিয়ে একে কাজে লাগাতে পারেন।’



রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়