ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাম্পাকো অগ্নিকাণ্ড : স্বজনের কাছে দুই লাশ হস্তান্তর

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাম্পাকো অগ্নিকাণ্ড : স্বজনের কাছে দুই লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আনিসুর রহমান (৩০) ও জহিরুল ইসলামের লাশ শনাক্ত করেছেন তাদের স্বজনরা। 

বুধবার দুপুরে ওই দুজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের মর্গ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের সময় ওই দুজনের মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আনিসুর রহমানের বাবার নাম সুলতান গাজী। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় থাকতেন। স্ত্রী শারমিন আক্তার তার লাশ শনাক্ত করেন। আর জহিরুলকে মামা ইদ্রিস আলী শনাক্ত করেন। তারা দুজনেই কারখানার শ্রমিক ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় মালপত্র রাখার গুদামে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৪২ জন নিহত ও অর্ধশত আহত হন। এর পর থেকেই ওই দুজনের লাশ ঢামেকের মর্গে ছিল।



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়