ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা ভেঙে ফেলতে হবে : আব্দুল্লাহ আবু সায়ীদ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ভেঙে ফেলতে হবে : আব্দুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ঢাকা শহরে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বাসের অযোগ্য হয়ে পড়েছে। এক সময় এ শহরকে ভেঙে ফেলতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘এ শহর খুবই অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে। দূষণ ভয়াবহ আকারে রূপ নিয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে নিঃশ্বাস নিতে পারছে না। পরিস্থিতি এখন যা তাতে ঢাকা শহর এক সময় ভেঙে ফেলতে হবে।’

এর আগে গত ১৫ নভেম্বর বাংলাদেশ লাং ফাউন্ডেশন-এর উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের হল অফ ফেম-এ ‘প্রিমিয়ার কনক্লেভে’ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে এক সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর মো. রাশিদুল হাসান এবং মহাসচিব প্রফেসর মো. আলী হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ লাং ফাউন্ডেশন-এর উদ্যোগে ১৫ নভেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাং হেল্থ (পালমোকন ২০১৭) শুরু হয়েছে। অনুষ্ঠানে দেশ-বিদেশের শতাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক অংশগ্রহণ করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়