ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিয়াউর রহমানের ছোট ভাই কামাল আর নেই

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিয়াউর রহমানের ছোট ভাই কামাল আর নেই

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস‌্য শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

প্রয়াত জিয়াউর রহমান ছিলেন পাঁচ ভাইর মধ্যে দ্বিতীয়। তাদের কোনো বোন নেই। তাদের বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন ওরফে রানী। জিয়াউর রহমানের ভাইদের মধ্যে সবার ছোট ছিলেন আহমেদ কামাল। তার চার ভাই আগে মারা গেছেন।

আহমেদ কামাল পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তখন থেকে তিনি বাসাবোর একটি বাসায় একা থাকতেন। আহমেদ কামালের বাসায় একজন গৃহকর্মী ছিলেন বলে জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়