ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সর্বত্র বাংলা ভাষার প্রচলনে হচ্ছে ‘ভাষানীতি’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সর্বত্র বাংলা ভাষার প্রচলনে হচ্ছে ‘ভাষানীতি’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলনে সরকার ভাষানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার  বিকেলে দশম সংসদের ১৮তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)  প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান সরকার মাতৃভাষার প্রসার ও উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। বাংলা একাডেমি একটি ভাষানীতি প্রণয়নের কাজে সহযোগিতা করার জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রথম খণ্ড (সংস্করণ), বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খণ্ড (সংস্করণ), বাংলা ব্যবহারিক ব্যাকরণ (পুনর্মুদ্রণ), বাংলা বানানের নিয়ম (পুনর্মুদ্রণ), আধুনিক বাংলা অভিধান ইত্যাদি গ্রন্থ প্রকাশ করেছে।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে উপজেলা সাংস্কৃতিককেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়