ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘স্যামি অবিশ্বাস্য, সামি অসাধারণ’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্যামি অবিশ্বাস্য, সামি অসাধারণ’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: ড্যারেন স্যামির ১৪ বলে ৪৭ রান। মোহাম্মদ সামির ৯ রানে ৪ উইকেট। কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দিয়ে ৩০ রানে হারাতে কোন পারফরম্যান্সটি সবথেকে বড় ভূমিকা রেখেছে?

এ নিয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে আলোচনাও হতে পারে আবার উত্তেজনা ছড়াতে পারে। কিন্তু ম্যাচ শেষে মাঠে এমন কিছু হলো না। আয়োজকরা স্যামিকেও খুশি রাখলেন, সামিকেও। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ড্যারেন স্যামি আর সেরা পারফর্মারের পুরস্কার পেয়েছেন সামি। দুজনই ৫০০ ডলার পেয়ে খুশি।

দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা লুক রাইট জয়ের জন্য দুজনকেই দিয়েছেন কৃতিত্ব। ইংলিশ এ ক্রিকেটার বলেছেন,‘আমি মনে করি ড্যারেন স্যামি অবিশ্বাস্য যে ইনিংসটি খেলেছে সেটা বড় পার্থক্য গড়ে দিয়েছে। ওটা না হলে আমরা হয়ত ১৬০ রানের বেশি করতে পারতাম না। পাশাপাশি মোহাম্মদ সামি, তার বোলিং ছিল অসাধারণ।’

দুজনের মধ্যে কার পারফরম্যান্স এগিয়ে। মুচকে হেসে রাইট বললেন,‘আমার মতে ড্যারেন স্যামি ওদেরকে প্রথম ইনিংসেই চাপটা দিয়ে দিয়েছিল। যা উইকেট পেতে পরবর্তীতে সহয়তা করেছে।’

তরুণ তুর্কী সাইফ উদ্দিন কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে এক ওভারে পাঁচ ছক্কা হজম করেন। ওভারে দেন মোট ৩০ রান। আজ তার করা শেষ ওভারে ৩২ রান আদায় করেন স্যামি। ইংল্যান্ডের হয়ে ৫০ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলা লুক রাইট জানালেন কিভাবে সাইফ উদ্দিন নিজের উন্নতি করতে পারবেন।

লু্ক রাইট বলেন,‘ড্যারেন স্যামি বিশ্বের অন্যতম সেরা এবং এ ধরণের ইনিংস দীর্ঘদিন ধরেই করে আসছে। আমার মতে সাইফ উদ্দিনকে বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে কাজ করতে হবে। সে অবশ্য চেষ্টা করেছে। শর্ট বল করেছে যেগুলো ওয়াইড হয়েছে। এটাতে সে অভিজ্ঞতা পেয়েছে। ওকে নেটে বারবার তার স্কিলগুলো নিয়ে অনুশীলন করতে হবে। এটাই ক্রিকেট। আমি প্রত্যাশা করি ও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ও দারুণ একজন বোলার।’

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ নভেম্বর ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়