ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ এর পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ।

বুধবার জাতীয় জোট বিএনএর হলরুমে এক আলোচনা সভায় পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার।

আশরাফ আলী হাওলাদার বলেন, হোল্ডিং ট্যাক্স বাড়লে বাড়িওয়ালারা ভাড়া বাড়াবেন। এর প্রভাব পড়বে রাজধানীবাসীর ওপর। কিন্তু সে হারে সবার আয় বাড়ছে না। ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচও বেড়ে যাবে। তাই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি। একই সঙ্গে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ এর পূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন।

সভায় আরো বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশন সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, জাতীয় জোট বিএনএর সাংগঠনিক সম্পাদক মো. আক্কাস আলী খান, জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাত আল মামুন দিপু মীর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়