ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চার গুণীকে ‘তারেক মাসুদ সম্মাননা’ শুক্রবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার গুণীকে ‘তারেক মাসুদ সম্মাননা’ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার দেশের চারজন গুণী ব্যক্তিকে ‘তারেক মাসুদ সম্মাননা’ দেওয়া হচ্ছে।

এ বছর এ সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় নাসির উদ্দিন ইউসুফ, সংগীতে খায়রুল আনাম শাকিল, অভিনয়ে রোকেয়া প্রাচী এবং সাহিত্যে টোকন ঠাকুর।

বাংলা ভাষা ও সংস্কৃতির পত্রিকা ‘মাদুলি’ এর আয়োজনে প্রয়াত তারেক মাসুদের জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন ‘মাদুলি’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও তারেক মাসুদের সহোদর সাঈদ মাসুদ।

সাঈদ মাসুদ জানান, ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম ফিচার চলচ্চিত্র ‘মাটির ময়না’ ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিকস পুরস্কার এনে দেয়। এর আগে ১৯৯৫ সালে প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ এর মাধ্যমে তিনি দেশে ব্যাপক সুনাম অর্জন করেন। তারেক মাসুদের অন্যান্য আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আদম সুরত’ (১৯৮৯), ‘মুক্তির কথা’ (১৯৯৯), ‘অন্তর্যাত্রা’ (২০০৬) ও ‘রানওয়ে’ (২০১০)।

উল্লেখ্য. ‘কাগজের ফুল’ শিরোনামে একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে তারেক মাসুদ তার সহকর্মীদের নিয়ে পাবনার ইছামতী নদীর তীরে যান। শুটিংয়ের লোকেশন ঠিক করে ২০১১ সালের ১৩ আগস্ট দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। পথে মানিকগঞ্জ জেলার ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও তার দীর্ঘদিনের সহকর্মী বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো তিনজন দুর্ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়