ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইসআরএসসি)।

রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে এইচআরএসসি। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে তারা প্রেসক্লাবে সমাবেশে মিলিত হয়।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার শাহজেদা আল আমিন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ ড. সি আর আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রাক্তন নির্বাহী পরিচালক নুর খান লিটন, হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের নির্বাহী পরিচালক কামরুল হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইমামুল হক জুয়েল, মনিটরিং অফিসার মো. আকতার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে। অহরহ ঘটছে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, শিশু নির্যাতন ও পাচারের ঘটনা। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই।

এ সময় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়