ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ড্রাইভিং ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রাইভিং ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মো. আবুল বাসার, মো, নুরনবী শিমু, নুরুল আমিন, মোতালেব হোসেন, মো. শহিদুল ইসলাম প্রমূখ।

পরে নির্বাচনী সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক বাদল চৌধুরী। এ সভায় সারা দেশ থেকে আসা ডেলিগেটদের উপস্থিতিতে এবং গোপন ব্যালটে নির্বাচন হয়।

নির্বাচনে ২৩ সদস্য বিশিষ্ট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সর্বাধিক ভোট পেয়ে মো. আবুল বাসার সভাপতি, মো. নুর নবী শিমু সাধারণ সম্পাদক ও মো. নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সভায় এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গিকার বাস্তবায়নে সংগঠনের সদস্যভুক্ত দেশব্যাপী চলমান ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্রগুলোর সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি  নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ চালক গড়ে তোলার জন্য ড্রাইভিং ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/নঈমুদ্দীন/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়