ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, মৃত ৪

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, মৃত ৪

সংঘর্ষের পর পড়ে থাকা ট্রেন, ট্রাক ও প্রাইভেটকার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৪০ জন।

উদ্ধারকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, উল্টে যাওয়া ট্রাক ও প্রাইভেটকারের পাশে ট্রেনের একটি বগি আগুনে পুড়ছে। এ ছাড়া ‍উদ্ধারকৃত অক্ষত যাত্রীদের ব্যাগপত্রসহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ফ্রি স্টেট প্রদেশের কুনস্টাড এলাকায় রেলক্রসিংয়ে ট্রাকটি থামাতে ব্যর্থ হওয়ায় সেটি এসে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। সেইপাতি মোলেটস্যানে নামে ওই যাত্রী ই-সিএনএ নিউজ সাইটকে বলেছেন, ট্রাকের চালক পালানোর চেষ্টা করেন কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।

মোলেটস্যানে আরো বলেছেন, ‘মানসিকভাবে আমি খুবই আঘাত পেয়েছি। লাফ দেওয়ার জন্য আমি শুধু একটি দরজা খুঁজছিলাম কিন্তু সব দরজাই ছিল বন্ধ। হঠাৎই সব ঘটে গেল, শুধু ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া।’ 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়