ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মাশরাফি সেরা নেতা, সাকিব অনেক অভিজ্ঞ’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাশরাফি সেরা নেতা, সাকিব অনেক অভিজ্ঞ’

ত্রিদেশীয় সিরিজে মাশরাফি ও সাকিবের কাঁধে বাড়তি দায়িত্ব

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলবে প্রধান কোচ ছাড়াই। ওয়ানডের অধিনায়ক ও সহ-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের কাঁধে তাই বাড়তি দায়িত্ব। কদিন আগে বিসিবি সভাপতি তো বলেছেন, এই সিরিজে মাশরাফি-সাকিবই কোচ। দুজনেরই বাড়তি দায়িত্ব পালনের সামর্থ্য আছে বলে মনে করেন ইমরুল কায়েস।

শুক্রবার মিরপুরে অনুশীলনের ফাঁকে ইমরুল বলেন, ‘মাশরাফি ভাই সব সময় অনুপ্রাণিত করার জন্য, সব সময় তাতিয়ে দেওয়ার মতো কথা বলে, নেতা হিসেবে তিনি সেরা। কেউ ভালো করুক, খারাপ করুক, পাশে থাকে। আর সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে, কী করলে আরো ভালো হয়। আমার মনে হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচক।’

দক্ষিণ আফ্রিকা সফরে সবগুলো ম্যাচই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তবে ইমরুল অতীত নিয়ে পড়ে থাকতে চান না। বাঁহাতি এই ব্যাটসম্যান তাকাচ্ছেন সামনে, ‘দেখুন যেটা হয়ে গেছে, চিন্তা করে লাভ নাই। যেটা অতীত সেটা অতীতেই থেকে গেছে। সামনের দিকে যে সিরিজগুলো আছে, ওইটা নিয়ে ফোকাস করা ভালো।’

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। ঘরের মাঠে হওয়ায় ত্রিদেশীয় সিরিজে ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইমরুল, ‘সবাই জানে আমাদের কন্ডিশনে আমরা কেমন দল। এটা মুখে বলার থেকে কাজে করে দেখাতে পারি, তাহলে সেটাই ভালো হবে।’




রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়