ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার দাবি

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, দেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশ বৈদেশিক মুদ্রা সংগ্রহকারী ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত, দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনেন, তারা কীভাবে এত অল্প টাকায় চলবেন।

তারা জানান, ২০১৫ সালে ক্রিয়াশীল বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি করেছিল। কিন্তু গত তিন বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বেড়েছে। আমাদের প্রধান খাদ্য চালের মূল্য গত বছরেরই প্রায় ২৩ শতাংশ বেড়েছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার। সেখানে গার্মেন্টস শ্রমিকদের বেতন অত্যন্ত কম। এ অবস্থায় পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং ন্যূনতম মানবিক জীবনের ৬০ শতাংশ পূরণ করতে হলেও মজুরি ১৮ হাজার টাকার বেশি প্রয়োজন।

নেতারা শ্রম আইনের স্বার্থবিরোধী অগণতান্ত্রিক ধারাগুলো বাতিল করে অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে বক্তব্য দেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহেদুল হক মিলু, সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহসভাপতি খালেকুজ্জামান লিপন, খায়রুল কবির, সেলিম মাহমুদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব-তোপখানা সড়ক ঘুরে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৮/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়