ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : একজন চেয়ারম্যানসহ  ১৩ সদস্যের কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮ পাস হয়েছে।

সোমবার জাতীয় সংসদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়।

দশম সংসদের ১৮তম অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, নুরুল ইসলাম মিলন, রওশন আরা মান্নান, নূর-ই-হাসনা লিলি চৌধুরী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে দুটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় রাখার বিধান বিলে রাখা হয়েছে।

কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী, কর্তৃপক্ষের প্রধান নির্বাহী, কর্তৃপক্ষের সভা, পরামর্শ বা সহযোগিতা, কমিটি গঠন, মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, মহাপরিকল্পনা সংশোধন, উন্নয়ন প্রকল্প সংশোধন, বিনোদন ও পর্যটন কেন্দ্র স্থাপন, স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমি ও ইমারত ন্যস্তকরণ, ব্যক্তি মালিকানাধীন ভূমি হস্তান্তর, কর্তৃপক্ষের নিকট ন্যস্ত করা সরকারি রাস্তা, নর্দমা, চত্বর, ইমারত, ভূমি অথবা এর অংশ বিশেষ রক্ষণাবেক্ষণ, উন্নয়ন কর ধার্যের ক্ষমতা, তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক বাজেট, কর্মচারী নিয়োগ, জনসেবক নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিধান বিলে রাখা হয়েছে। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়