ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনলাইনে মোবাইল বিক্রির ভুয়া বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে র‌্যাব-১২।

গ্রেপ্তারকৃতরা হলো- দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিম আহম্মেদ (২৫), একই এলাকার আবুল হাসান শেখের ছেলে মুকুল হোসেন (২৫) ও বাবুল হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বেশ কিছু দিন ধরে  প্রতারক চক্র অনলাইনে মোবাইল সেট বিক্রয়ের ভুয়া বিজ্ঞাপন দিয়ে মোবাইল দেওয়ার নাম করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিকাশে টাকা প্রেরণ করামাত্র বিকাশ নম্বর বন্ধ করে দিত তারা। এভাবে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। বুধবার তারাগুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৮ জানুয়ারি ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়