ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয়করণের দাবিতে আমরণ অনশন চলছে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয়করণের দাবিতে আমরণ অনশন চলছে

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

শনিবার সকালে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের আমরণ অনশন কর্মসূচির আজ ষষ্ঠ দিন। এখন পর্যন্ত ৭৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেবেন।’

শনিবার সকালে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক দাবি আদায়ে রাস্তায় শুয়ে আছেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, স্যালাইন লাগানো হয়েছে।

শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা।

অনশন কর্মসূচিতে মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক, সাইদুল হাসান সেলিম, জিএম শাওন, মতিউর রহমান দুলাল  উপস্থিত আছেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়