ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসএমএমইউয়ের রেসিডেন্সি কোর্সে ভর্তি শুরু

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউয়ের রেসিডেন্সি কোর্সে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে ২০১৮ রেসিডেন্সি কোর্সে এমডি, এমএস এ ভর্তি কার্যক্রম রোববার থেকে শুরু হচ্ছে।

ভর্তি কার্যক্রম চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসএমএমইউ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারি এবং বিএমএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রেষণাদেশ বা ছুটি সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। এজন্য নির্বাচিত ১০৮৪ জন সরকারি বা বেসরকারি চিকিৎসকের নামের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১৫ জানুয়ারি বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সময় মূল মাইগ্রেশনের সনদসহ নিম্নোক্ত কাগজপত্র ও ছবি ২ সেট করে ভর্তির সময় জমা দিতে হবে। নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সম্বলিত অংশ (www.bsmmu.edu.bd) থেকে প্রার্থীর নাম সম্বলিত তালিকা সংগ্রহ করে তা জমা দিতে হবে।

আরো জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদের অনুলিপি, বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, মূল মাইগ্রেশনের সনদের অনুলিপি এবং মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)।

উল্লেখ্য, মূল মাইগ্রেশন সনদ, ছবি ও অন্যান্য সনদের এক সেট প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।

সকল রেসিডেন্টকে ভর্তির পূর্বে মূল মাইগ্রেশনের স্ক্যান কপি নিজের কাছে ই-রেজিস্ট্রেশনের জন্য সংরক্ষণ করার বিষয়টি স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, মার্চ ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল রেসিডেন্টকে আগামী ৩০ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে। রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তিকৃত রেসিডেন্টদের ইনডাক্সন প্রোগ্রাম আগামী ১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন ..



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়